নিসর্গের নির্জনতায় প্রোজ্জ্বল বুকের উনুন
কামনার লেলিহান শিখা অরোধ্য কম্পন
তার কাছে হার মানে দারুণ দাপুটে শীত
আমাকে শোনায় ধমনীর এস্রাজে টুংটাং শীৎকার সংগীত!
হারাতে হারাতে ফিরে আসি আবার হারাই
বোধের সাগরে ভাসি চড়ে মানবিক মায়াযান
চুমুকে চুমুকে অধরের পেয়ালায় করি পান বিভাবের অম্লজান।
ভেজা সুখ, ভেজা দেহ, অত্যুষ্ণ উত্তাপ, টগবগে খুন
অনন্তর সবকিছু শুষে নেয় বিশুষ্ক হৃদয়, বুকের উনুন।
১৮-০১-২০২০