মেঘের আঁচলে ঢেকে গেছে নীলাকাশ,
ধানক্ষেত আলপথে থইথই জল;
চেনামুখ চলে গেছে দূরে, বুকে বাজে,
বিষণ্নতার ভীষণ কোলাহল।
ভাদ্রের চোখের আর্দ্রতায় ভিজে,
জবুথবু বনসাই ভালোবাসা;
ধূলিঝড় জীবনের, পরতে পরতে জমে,
কিছুটা জলজ আশা।
সোনালি রূপালি, প্রীতির পরশে,
পোয়াতি হয় শব্দের সরোবর;
দুরাশার সাগরের বালুচরে, কবিতার
কমনীয় বুকে, বাঁধি খেলাঘর।
১৩-০৯-২০২২