মানচিত্রে রেখা টেনে ঠেকাও আমাকে
কেড়ে নাও পৃথিবীতে অবাধ বিচরণের
ঈশ্বর প্রদত্ত অহমিক অধিকার
রেটিনার সামনে সমানে তুলে দাও
দেশ নামের প্রশস্ত কারাগার!
আমার অস্বস্তি লাগে তোমাদের
এসব ভুখণ্ড দখলের দস্যুতায়।
কই, তোমরা তো ঠেকাতে পারো না
সাগর-মহাগরের জল; অবিরল-
ধারায় বইছে এক দেশ থেকে অন্য দেশে
পাখিগুলি আসে যায় ভিসা পাসপোর্ট ছাড়া
মানুষের পায়ে কেনো পরাও শিকল?
চাঁদের জোছনা, সূর্যের আলো
বাতাসের অক্সিজেন পারো কি তোমরা
আটকাতে নিজেদের সীমানায়;
সবকিছু যদি সকলের, তবে কেন হও
এতো মরিয়া কেবল মাটির দখলে;
কেন দাঁড়াও যুদ্ধের নামে মানবতার বিরুদ্ধে;
কেন কেড়ে নাও নিষ্পাপ নারী ও শিশুদের
সহস্র জীবন?
বন্ধ করো ভূখণ্ড দখলের দস্যুতা।
ভেঙে দাও দম্ভের দেয়াল। মুছে দাও
মানচিত্রের সকল কালো কালো রেখা
অখণ্ড বিশ্বের স্বাধীন বাসিন্দা হোক
সাতশ কোটি মানুষ। আবার সবুজ-
হোক টাইগ্রিস ফোরাতের তীর
বারুদের গন্ধ, মিসাইলের ধোঁয়ায়
আচ্ছন্ন পৃথিবী - ধুয়ে দিক ভোরের শিশির।
৩০-০৮-২০২২