রাতের মাথায় বিলিকাটে রূপালি আলোর চাঁদ
তৈরি করে ঘন কালো চুলে সিঁথির সুরঙ্গ
আর সেই সুরঙ্গে তোমার জন্য এখনও
নিদ্রাহীন অপেক্ষায় থাকি আমি।

তুমি আমাকে বলোনি "অপেক্ষায় থেকো"।
তবু থাকি। কেন থাকি জানি না। বলিনি কোনোদিন।
থাকি। ভালো লাগে। ভালোবাসি অন্তহীন।

দিনান্তে চাঁদও অপেক্ষায় থাকে রাতের শরীর
ছু্ঁয়ে জেগে থাকার আশায়। আমি থাকি
তোমার শরীর ছুঁতে নয়; মন্দ্রিত মনের আবেগে তোমাকে সুখী করার আশায়।

তুমি না জানলেও জানে এই সৌরলোক
জানে বসন্তের অনিদ্র কোকিল আর জানে
হারিয়াগোতির লাল চোখ।
০৯-০১-২০২০