জীবনের প্রতিটি মুহূর্ত মানুষকে সুখ দেয় না। দুঃখই
জীবনকে খুব বেশি তাড়া করে। মানুষও দুঃখ
নিয়েই স্মৃতির গলিপথে চলতে ভীষণ ভালোবাসে।

বিস্মৃতির মোড়ে মোড়ে আটকে যায় জীবন। বুক চেপে
বসে থাকে স্বপ্ন। ফেলে আসা পথে পড়ে থাকে
স্বপ্নের কুয়াশা। তবুও দিগন্ত তার বুকের বেলকনিতে ডাকে
নিঃশব্দে অদ্ভুত মোহনীয় ভঙ্গিমায়।

স্বপ্নের তরঙ্গে ভেসে ভেসে মানুষ একসময় ক্লান্ত হয়
অসীম আকাঙ্ক্ষার স্ফুলিঙ্গে দগ্ধ হয়।
দিগন্তের দুষ্মন্ত আলোক আলিঙ্গনের আগেই;
প্রিয়তম বুকের বেলকনিতে পৌঁছার পূর্বেই
মানুষ হারিয়ে যায় দুঃস্বপ্নের কুয়াশায়।
০৮-১০-২০২৪