(একুশ শব্দের আবর্তনে অক্ষরবৃত্তে রচিত)
শহিদমিনারে গিয়েছিলাম, একঝাঁক ভুল বানান কাঁধে করে।
মুগ্ধ হয়েছিলাম অমর একুশের গানে।
বিমর্ষ কৃষ্ণচূড়া দর্শনে
বিদ্ধ হয়েছি ভাষাশহিদ ক্রুদ্ধ আত্মার স্বননে।
কেউ লিখেছে ব্যানারে "আর্ন্তজাতিক ভাষা দিবস"
কেউ লিখেছে "২১ শে ফেব্রুয়ারী"
"মাতৃভাষা দিবস" থেকে "মাতৃ" বিয়োগ দেখে
কাঁদতে কাঁদতে আমিও কেটে পড়ি।
ভুল বানান চলবে কতকাল;
পালিয়ে বেড়াবো ভাষাশহিদদের আত্মার
গ্লানি লয়ে?
ফেব্রুয়ারি ভুলে গেলে কী এমন ক্ষতি?
থাকুক না আটই ফাল্গুন হয়ে।
একুশ বলতে বুঝি মাতৃভাষা
বাংলার জন্য লড়াই
ছেলে হারা বাংলা মায়ের শোক
এ শোক ভুলতে সর্বত্র বাংলা ভাষার
শুদ্ধ চর্চা হোক।
২১-০২-২০২১