তোমাকে পারিনি ছুঁতে স্বপ্নবাজ রূপের কুমারী
সময়ের ট্রেনে চেপে চলে গেছো অন্তহীন দূরে
হৃদয়ের অন্তঃপুরে এখন কেবল অপ্রাপ্তির দারুণ দহন!
শীত যাপনের শেষে সাইবেরিয়ার পথে তোমার আনন্দ অভিসার
ছায়াপথ জুড়ে মৃত নক্ষত্রের হাহাকার; পুষ্পশূন্য-
উদ্যানে উদ্যম প্রেমের গুঞ্জন ভুলে গেছে ব্যাকুল ভ্রমর।

তবুও মনের পরতে পরতে পড়ে থাকা পাললিক প্রেম
জেগে ওঠে বর্ষান্তে চরের ঘাসের মতোন।
জেগে ওঠে জলডোবা সুন্দরীর শ্বাসমূলের মতোন
জীবনের প্রয়োজনে। বুকে তার ছবি আঁকে কবিতার-
নন্দনকানন। চন্দন সুবাসে অনঙ্গ কামনা ভেসে যায়,
গড়াগড়ি খায় বিস্মৃত বোধের বিচলিত বিছানায়।
৩০-১০-২০২১