বিয়ের মন্ত্র পড়েই ছুঁতে চাইছো হৃদয়
অথচ এখনো মুখস্ত করোনি
ভালোবাসার আদর্শলিপি। ব্যাঞ্জণের-
সামনে স্বরের কার-চিহ্ন দিলে
শব্দের বন্ধন দৃঢ় হলেও হৃদয়ের
বন্ধন দৃঢ় করতে প্রয়োজন প্রগাঢ় বিশ্বাস।
তারও আগে প্রয়োজন বিষ-শ্বাস হজম-
করার ক্ষমতা।
কুইনাইন অসুখ সারালেও তার তেঁতো-
গ্রহণের প্রস্তুতি থাকা জরুরি।
সেবনের আগেই উগরে দিলে ওষুধ সেবন অর্থহীন
আগুনের কণা জাবর কাটার আগে
জীবনের জিনোম জেনে রাখতে হয়।
সুখ আবাদের জমি হচ্ছে দেহভূমি
হৃদয় সুখ সঞ্চয়ের আধার। চাষী এবং জমির
নিবিড় সম্পর্ক উত্তম ফলনের প্রথম শর্ত।
পতঙ্গের সাথে সখ্য থাকে বলেই নিমও
নিরবে নিষিক্ত হয়।
শেষ কপর্দক দান করে নিঃস্ব হওয়ার আগে
নিশ্চিত হও দানের পাত্র উপযুক্ত কিনা
পূর্বেই পরখ করে নাও বিশ্বাস শেষ পর্যন্ত
দীর্ঘশ্বাসের কারণ হবে কিনা।
১৫-০৩-২০২১