কতকাল হাঁটছি তোমার-
বিশ্বাসের গলিপথ ধরে
হাঁটতে হাঁটতে হারিয়েছি বেরুনোর পথ
মৃত্যুর পরেও যদি থাকে আরেক জীবন
সেই জীবনেও
ও পথেই হেঁটে যাবো নিরন্তর;
কেননা ওখানে অক্ষরে অক্ষরে
গড়েছি আমার চিরন্তন
বাড়িঘর।
তুমি ছাড়া কেউ শোনে না আমার
অশ্রুত রোদন
কৃপা করো; আমাকে দিও না
করে পর।
জানতে চেও না কতটুকু ভালোবাসি
কতটুকু করতে পেরেছি
দায়িত্ব পালন
হিসাবের খেরোখাতা জানি-সব ভুলে ভরা
ভুলের মার্জনা করে গড়ে দিও
বিশুদ্ধ অন্তর।
০৪-০১-২০২১