দিন কি রাতে পাপের পথে
যতই হাঁটি
তোমার ওপর বিশ্বাস আছে
পরিপাটি।
মেনে চলি একত্ববাদ
এই অপরাধ
হয় যদি হোক, মৌলবাদির
দিক অপবাদ।
তোমার সাথে শরীক করে
উদ্ধত শির
মুহাম্মদের কুৎসায় ঝরে
নয়নের নীর!
দ্রোহের আগুন জ্বলছে বুকে
নিরব থাকি
প্রতিবাদ না করলে ইমান
থাকে বাকি?
সহ্য হয় না নবী পাকের
এই অপমান
ধৃষ্টতাকে রুখতে বাড়াও
ইমানের শান।
ন্যায়ের দণ্ড তোমার হাতে
হে শক্তিমান
তুমিই পারো ভাঙতে পাহাড়
আকাশ সমান।
সকল জুলুম অপবাদের
বিচার করো
নবীর দুশমন অহংকারীর
টুটি ধরো।
অক্ষম আমি বান্দা তোমার
বিচার দিলাম
সবই জানো, তবুও আমি
বিচার দিলাম।
২৭-১০-২০২০