বসন্ত এসেছে প্রকৃতির অমোঘ নিয়মে
তন্ত্রিতে হয়নি ধ্বনিত আকুল করা কোকিলের কোনো সুর
মনের মঞ্জিলে ঠমকে ঠমকে বেজে ওঠে ব্যথার ঘুঙুর।

হয়নি পরান ভরে-
ফাগুনের আগুন এবং জোছনার জলে ভেজা খেলা
হৃদয়ের অলিন্দে জমেছে-
প্রিয় মানুষের কাছ থেকে পাওয়া অসীম অবহেলা।

কোথা হতে আসে জল-
অবিরল চোখের কিনার বেয়ে ব্যথার নদীর পথ শুরু হয়
ভালোবাসা মিছে আশা-
কাবিননামায় কলমের কালির আঁচড়ে সুখি হবার শুধুই অভিনয়!

সুখের ঠিকানা জানা নেই-
তবু স্বপ্নের শকটে চড়ে খুঁজি তার হৃদয়ের পরিসীমা
সুখের ঘরের কপাট খুলতে গিয়ে
ছুঁয়ে ফেলি নটির নিপাট কপোলের মতো দুঃখের দ্রাঘিমা।
১৬-০২-২০২২