ধুত্তেরি ছাই ভাল্লাগে না, দোজখ ঠেকে নিজের ঘর
কেয়ার করে হরহামেশা পাশের ফ্ল্যাটের ভাবীর বর।
গিফট কিনে দেয় নিত্য নতুন লং ড্রাইভে নেয় সাঁতারকূল
ফুরফুরে মন ছুঁয়ে ছুঁয়ে মুক্ত হাওয়া উড়ায় চুল।
ফুসকা দোসা মটকা চায়ে ঝড় তোলে সব রসিকজন
চুমুর গন্ধে সন্ধ্যা মাতাল প্রেম শিহরণ ভিজায় মন।
BF GF সুগার ডেডি নামগুলো সব চটকদার
মৌজ মাস্তিতে গরম করে এই শহরের ডিস্কুবার।
স্বামীর ছোঁয়া খুব বিরক্তি মানি ব্যাগের স্বাস্থ্য কম
বাকির খাতায় জমা পড়ে চাওয়াগুলো সবরকম।
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নৈতিকতার মূল্য কই
সবাই দেখে নষ্ট আমি কেউ দেখে না উপোস রই।
যাচ্ছে সমাজ রাসাতলে আমি একা ভাবার কে
শাসনদণ্ড যার হাতে আজ সমাজ নিয়ে ভাবুক সে।
ধুত্তেরি ছাই ভাল্লাগে না বিবেক কেন কামড় দেয়
জ্বলছে পেটে ক্ষুধার আগুন কেউ কি আমার খবর নেয়?
অস্বীকৃত বিকৃতিতে কার কপালে পড়ছে ভাঁজ
যার পকেটে হাজার কোটি সে-ই বেশি নিঃস্ব আজ।
আর কারো তো বুক কাঁপে না কেন কাঁপে আমারটাই
ভাল্লাগে না ভাবতে এসব। ধুত্তেরি ছাই ধুত্তেরি ছাই ধুত্তেরি ছাই...
০৯-০৯-২০২৩