নিশ্চয় ফুরাবে কোয়ারেন্টাইন কয়েদি জীবন
জানালার গ্রিল ফুঁরে সূর্যটাও এসে যাবে নেচে নেচে ঘরে
কিংবা চাঁদের কীরণ করতলে ধরে দেখা পাবো-
অলৌকিক আলোর নাচন-গাছের পাতায়,
শস্যের মাথায়, নিকানো উঠানে, শিরায় ও
শরীরের আনাচে-কানাচে।
তারপর একদিন দেখা হবে আবার দুজনে
দূরত্ব দূরত্ব- এরকম খেয়ালী খেলার হবে অবসান
আমরাও সেরে নেবো স্নান হেমন্তের হলুদ রোদ্দুরে
প্রসন্ন পরান থেকে বের হবে নবান্নের ঘ্রাণ।
অতঃপর পারুলের প্রসক্ত পরাগে ঠোঁট রেখে
নিরবে নিষিক্ত হতে দুজনেই হয়ে যাবো ব্যাকুল ভ্রমর
বাঁধা পড়ে রবো অদ্ভুত মায়ার মহান বন্ধনে।
১৮-০৯-২০২১