যে মাঠের বুকে ছিলো বাবুই চড়ুই-
ধানশালিকের হেমন্ত বিলাস
সে মাঠের হৃদপিণ্ড আজ সর্বগ্রাসী
সভ্যতার করপুটে
নিরন্ন কৃষক খোঁজে নবান্নের ঘ্রাণ
ধানের বদলে চোখের প্রান্তরে
জমানো কংক্রিট সূচের মতন বিঁধে
হতাশায় মাথা কুটে
শিস দিয়ে অন্যখানে উড়ে যায়
ক্ষুধার আগুন নিভাতে মৌটুসী বুলবুলি
ইটপাথরের নিচে বিরান মাঠে নিস্পৃহ
পড়ে থাকে কৃষকের স্বপ্নগুলি!
ঘরের ভিতর কুণ্ডলি পাকায় শত-শত ঘর
দ্রুতপায়ে হেঁটে আসে বেদনার বৈদর্ভ নগর!
০১-১২-২০২০