একটি পুরনো সম্পর্কের সাঁকো ভেঙে
দিয়েছো নতুন সুখের সাম্পান পার করে নিতে;
অক্ষত রেখেই তার অত্যুচ্চ মাস্তুল।

ভালোই করেছো, তোমার ঝাপসা
দৃষ্টিতে সকল দোষে দুষ্ট এই আমিটার
থেকে দূরে গিয়ে। বেদনার বাতিঘর, অস্বচ্ছ আলোয়
অজড় পড়ে থাকতে কার ভালো লাগে বলো?

আমার কষ্টকে, যন্ত্রণাকে, ভেতরের দহনকে
দেখে পরিতৃপ্তির হাসি যদি হাসতে পারো
তাহলে মন্দ কী?

জলের অভাবে গাছ মরতে বসলে তাতে
জল দিতে হয়। ভালোবাসার অভাবে
দুঃখী মানুষকে ভালোবাসা দিতে হয় জানি।
জানি বলেই বাঁধ সাধিনি জলের স্রোতের মুখে।
বাঁধ দিয়ে জলের অবাধ্যতা রোখা যায় না।

ভালোই হয়েছে। এখন আর আমার
বেখেয়াল কিংবা সরল কাজকারবার
দেখে কষ্টে আড়ষ্ট হতে হবে না। হবে না অস্থির
সন্দেহের চাবুকের নির্দয় আঘাতে।

চিন্তার, অবিশ্বাসের ডালপালা ছেঁটে
নিশ্চিন্ত মনে সাঁতার কাটো সুখের নদীতে।
দরোজাটা খোলাই থাকবে। কোথাও সুখ না পেলে
ইচ্ছে হলে, পুরনো দুঃখের শহরেই ফিরে এসো,
ফিরে এসো, একাকীত্বের দহনে দগ্ধিভূত
তুমিহীন এই আমিটার শূন্য বুকে। অপেক্ষা করছি
অনন্ত আকুলতায় বেদনার বাতিঘরে।
০৬-০২-২০২১