হিম পড়েছে খুব
জল পড়ে টুপটুপ
ঘাসের ডগায় সূয্যিমামা
'শিশিরে দেয় ডুব'।
ব্যাকুল মধুপ ওড়ে
হৃদয়পদ্ম জুড়ে
মনমহুয়া আকুল করে
গুঞ্জরণের সুরে।
হলুদ সর্ষে ফুল
রাঙায় মাঠের কোল
ফড়িঙ ডানার হাওয়ায় মাথা
দোলায় দোদুল দুল।
কিষাণ বধূ যায়
আলতা রাঙা পায়
পাকা ধানের ঝুমুরঝুমুর
বাজনা বাজে গাঁয়।
শান্ত দীঘির জল
হাঁসের কোলাহল
বাংলা মায়ের রূপ হেরিতে
গাঁয়ের পথে চল।
খোকাখুকুর দল
চল রে তোরা চল
দুধকুয়াশার পর্দা ছিঁড়ে
শ্যামল গাঁয়ে চল।
১৭-১২-২০২০