আমি বলি, ও খুকি
মন দাও পড়াতে;
খুকি বলে, নিবে বাবা
মেঘপাহাড় চড়াতে?
মাথা কাত, সম্মতির
হাঁ- বলি আস্তে
খুকিটা খুশিতে
শুরু করে নাচতে!
কী মজা! কী মজা!
বলে দেয় তিন দোল
আমার এ বুকে বয়
সুখেদের হিন্দোল!
১৮-১১-২০২১