অনর্গল অভিশাপ জমা পড়ে মগজের অনুর্বর কোষে
লালা ঝরায় বিকৃত কামনায় কালের শকুন
হঠাৎ ঝলসে ওঠে ধর্ষণ নামের অত্যুষ্ণ উনুন!

পুড়ে পুড়ে ছাই হয় নারীর সম্ভ্রম, বুকের বাসনা
হিস হিস সাপের নিঃশ্বাসে বিশ্বাসের হরিলুট
আতঙ্কে আড়ষ্ট বুকের আঙিনা।

পৃথিবীর মানচিত্রে পড়ে কলঙ্কের কালশিটে দাগ
দারুণ দাপুটে ফণা তুলে বিষধর নাগ
বিপদ বাড়ায় অস্থির সময়
সনাতন কষ্টে জাবর কাটে মুমূর্ষু মানবতা বিশ্বময়!

অবকাশ হতে ফিরে এসো বিবেকের আদালত ওমরের মতো।
আর কত, আর কত বয়ে বেড়াবো বুকের
জ্বালাময় ক্ষত?
১৮-০১-২০২০