যে আকাশে জমে থাকে মেঘ
আলোর বেগ যতই হোক
নাগাল পায় না পৃথিবীর মাটি
একমুঠো রোদ্দুরের জন্য আমি
দিনমান পথে পথে হাঁটি।
মেঘলা আকাশ ডাক দিলে
তাকে ভালোবাসা ভেবে আমি
আচানক পাখি হয়ে যাই
মনেই থাকে না মর্তের মানুষ-
আমার উড়ার সাধ্য নাই।
ভালোবাসার আকাশে ডানাহীন ওড়ি-
পাই যদি মেঘের ওপারে
উষ্ণতা ছড়ানো ভালোবাসা রোদ
আড়ালে হলেও আছো তো সূর্যের-
প্রতিরূপে এটাই প্রবোধ।
অভিমানের গভীর মেঘের আস্তর
জানি একদিন সরে যাবে
সেদিন নিশ্চয় এ হৃদয় মঞ্জুরিত-
কাঞ্চনের মতো প্রেমরোদ পাবে।
আস্থার গভীরে পুষি সুখঞ্জন-
এক ভালোবাসা পাখি
দুর্মর দুঃখের দিন শেষে স্নিগ্ধস্বরে
সোল্লাসে উঠিবে ডাকি।
২৩-১১-২০২১