তারিখ : ২৯ সেপ্টেম্বর, ২০১৮ খ্রিষ্টাব্দ
সময় : বিকাল ৪ ঘটিকা হতে সন্ধ্যা ৮.৩০ ঘটিকা।
স্থান : ৩৩৮/১ আহাম্মদ নগর, মিরপুর-১, ঢাকা, বাংলাদেশ (কবি অনিরুদ্ধ বুলবুলের বাস ভবন)।
সভাপতি : কবি কবির হুমায়ূন।

২। উপস্থিতি: আসরে উপস্থিত সতস্যগণের তালিকা পরিশিষ্ট ‘ক’–তে সন্নিবেশিত।

৩। আসরের আলোচ্য সূচি:

(ক) নিয়মিত পরিচালিত হয়ে আসা আসরের ধারাবাহিকতা রক্ষার নিমিত্ত প্রয়েজিনীয় অর্থ যোগানের প্রক্রিয়াগত দিক পর্যালোচনা;
(খ) আসর ব্যবস্থাপনায় কমিটি গঠন করা;
(গ) স্বরচিত কবিতা পাঠ;

৪। সভাপতি আসরে উপস্থিত সকলকে স্বাগত জানিয়ে আলোচ্যসূচি অনুযায়ী অনুষ্ঠান শুরু করার জন্য মুহাম্মদ মনিরুজ্জামানকে অনুরোধ করেন।

৫। বিস্তারিত আলোচনা শেষে সর্বসম্মতিক্রমে নিম্নরূপ সিদ্ধান্তসমূহ গৃহীত হয়:-

(ক) নিয়মিত আসর পরিচালনার জন্য আর্থিক সংস্থানের লক্ষ্যে স্বেচ্ছায়, স্বপ্রণোদিত হয়ে যে যা দিতে চান তা দিতে পারবেন; তবে অনুদানের পরিমাণ নির্দিষ্ট করে দেয়া যাবে না বা কারো উপর কোনো চাপ প্রয়োগ করা যাবে না। সকলেই মেধা, শ্রম, সময়, অর্থ যে যা পারেন তা দিয়ে সাহিত্য আন্দোলনের অগ্রযাত্রা অব্যাহত রাখার অঙ্গিকার ব্যক্ত করেন;

(খ) স্বেচ্ছাপ্রদত্ত অনুদান একটি নির্দিষ্ট একাউন্টে জমা করার নিমিত্ত একটি বিকাশ একাউন্ট খোলা হবে এবং প্রদত্ত অনুদান সংগ্রহ, সংরক্ষণ ও ব্যবস্থাপনা নবগঠিত কমিটির আহবায়ক নিজে করবেন বা অন্য কোন সদস্যকে দায়িত্ব দিবেন;

(গ) মাসিক আসর প্রতিমাসে অনুষ্ঠিত হতে না পারলেও ২ মাসে অন্তত একটি আসর অনুষ্ঠিত হবে এবং পূর্ব ঘোষণার মাধ্যমে বিভিন্ন জাতীয় দিবস ও ঋতু ভেদেও আসর অনুষ্ঠিত হবে;

(ঘ) আসরের আপ্যায়ন ব্যবস্থাপনার ভার কবি কবীর হুমায়ূন স্বেচ্ছায় গ্রহণ করেন এবং অন্যরাও ইচ্ছে করলে তাতে অংশগ্রহণ করতে পারবেন;

(ঙ) আসর অনুষ্ঠানের ভেন্যু ব্যবস্থাপনার ভার কবি সোহাগ আহম্মেদ স্বেচ্ছায় গ্রহণ করেন;

(চ) আর্থিক সংকুলান সাপেক্ষে ও বিজ্ঞাপন প্রাপ্তি সাপেক্ষে “আলোর মিছিল” সাহিত্যপত্র প্রকাশের বিষয় এবং আসর কবিকে সম্মানা ক্রেস্ট প্রদানের প্রক্রিয়াটি অব্যাহত রাখার বিষয়টিও সক্রিয় বিবেচনায় রাখা হয়;

(ছ) আসর সংশ্লিষ্ট সমূদয় কাজের সমন্বয় ও ব্যবস্থাপনার জন্য একটি কমিটি গঠনের প্রস্তাব গৃহীত হয়। কবি কবীর হুমায়ূনকে কমিটির আহবায়কের দায়িত্ব প্রদান করা হয়;

(জ) আসরে উপস্থিত সকলে সদস্য হবার আগ্রহ ব্যক্ত করেন বিধায় প্রাথমিক সদস্য তালিকায় তারা থাকবেন। আহবায়ক পাতায় পোস্ট দিয়ে কিংবা অন্য কোনোভাবে সদস্য হতে আগ্রহী কবিদের সাথে যোগাযোগ করে একটি পূর্ণাঙ্গ সদস্য তালিকা প্রস্তুত করবেন। তিনি প্রয়োজনানুসারে সদস্যগণের মাঝে দায়িত্ব অর্পণ করতে পারবেন এবং দায়িত্বপ্রাপ্ত সদস্যগণ তাদের উপর অর্পিত দায়িত্ব পালনের মাধ্যমে বাংলা কবিতার জয়যাত্রা অব্যাহত রাখতে সচেষ্ট হবেন;

(ঝ) আহবায়ক নিজে ও কমিটিতে অন্তর্ভুক্ত সদস্যদের নিয়ে আসর পরিচালনার নিয়মাবলী প্রস্তুত করবেন;

৬। অতঃপর কবি অনিরুদ্ধ বুলবুল তার অক্লান্ত পরিশ্রমের ফসল “আলোর মিছিল”-সাহিত্যপত্রের ২য় সংখ্যাটি সকলের হাতে তুলে দেন।

৭। পরিশেষে স্বরচিত কবিতা পাঠ, জমজমাট আড্ডা, আপ্যায়ন ও ফটোসেশন শেষে সভাপতি উপস্থিত সকলকে অভিনন্দন ও সার্বিক সহযোগিতার জন্য ধন্যবাদ জানিয়ে আসরের সমাপ্তি ঘোষণা করেন।


পরিশিষ্ট ‘ক’

আসরে উপস্থিত কবিগণের নাম:-

সর্বকবি মোঃ মোস্তাফিজুর রহমান, মোঃ ফাহাদ আলী, মোঃ হুমায়ূন কবির, জাহিদ হোসেন রনজু, মুহাম্মদ মনিরুজ্জামান, জাহাঙ্গীর কবীর, কবি চাঁছাছোলা (সোহাগ আহমেদ),
আফরিনা নাজনীন মিলি, মোঃ সাখাওয়াত হোসেন, মোঃ মোজাম্মেল হোসেন, মোঃ ফিরোজ হোসেন, অনিরুদ্ধ বুলবুল এবং কবীর হুমায়ূন।