তুমি হিন্দু আমি মুসলিম ধর্মেতে যে করলে ভাগ
দেখেছো কি তোমার আমার একই রকম রক্তের দাগ?
তোমার নিকট গঙ্গা পূত আমার নিকট সিন্ধু
একই রকম তৃষ্ণা মেটায় আলো দেয় এক ইন্দু।
একের রক্তে অন্যে বাঁচে যখন আসে প্রদোষকাল
পৃথক করা যায় না দেখে একই রকম দেখতে লাল।
আমার ভক্তি খোদার তরে তোমার ভক্তি ঈশ্বরে
একই স্রষ্টা তবে কেন এত বিভেদ ক্ষুদ্র জীবন নশ্বরে?
তোমার ধর্মে আমার ধর্মে ভিন্ন কোন গন্ধ নেই
এসো বাঁচি মিলে মিশে সম্প্রীতির সে বন্ধনেই।
১৯-০১-২০২০