বিশ্ব জুড়ে মানব জাতি করছে বাঁচার লড়াই
এক করোনায় খর্ব হলো সব ক্ষমতার বড়াই!
সীমা লংঘন করলে আসে এমন গজব নেমে
এসো সবাই তওবা করি, গজব যাবে থেমে।
পাক কুরআনের বহু জায়গায় বলেন মালিক সাঁই
খোদার কাছে নতি ছাড়া কোনো গতি নাই।
সাথে সাথে পালন করি সুন্নাতের বিধান
যে উপদেশ দিচ্ছে আজি আধুনিক বিজ্ঞান।
পাক-পবিত্র, পরিচ্ছন্ন যদি রাখি দেহ
করোনাতে সংক্রমিত হবে না আর কেহ।
ভাংতে যদি পারি মোরা সংক্রমনের চেইন
খোদার দয়ায় বাঁচার লড়াই করবো সবাই গেইন।
রাজা-প্রজা কৃষক মজুর এসো করি সন্ধি
বের হবো না কয়েকটা দিন থাকবো গৃহবন্দী।
একলাই এলাম একলাই যাবো সঙ্গী কেহ নাই
আর ক’টা দিন বাঁচার জন্য এসো আবার একলা হয়ে যাই।
২৪-০৩-২০২০