সবাই দেখি বুলি ছাড়ে একই রকম সস্তা
নির্বাচনে জিতলে পরে
থাকবে খাবার সবার ঘরে
জিতার পরে মজুদ করে ত্রাণের গমের বস্তা।

পিঠ ঠেকেছে দেয়ালে তাও হাত-পা ছুড়ে মারছি না
ভয়কাতুরে শান্ত স্বভাব
ধরছে ঝাপটে নিতুই অভাব
মরার ভয়ে মনের কথা খুলে বলতে পারছি না

পারছি না আর রাখতে আমি কারো ওপর আস্থা
কাকে আমি বলবো ভালো
যা দেখি তা আঁধার কালো
কে দেখাবে আলোর দিনের সুশোভিত রাস্তা?

আশার চারা লাগিয়েছি মন বাগানের টবে
দিন বদলের কথা শুনে
বুকের ভেতর স্বপ্ন বুনে
আশাবৃক্ষ ফুল ফসলে রঙিন হবে কবে?
০৮-১১-২০২১