বিত্তবানের পকেটে খাদ্য এবং উদ্বৃত্ত ভালোবাসা
দরিদ্রের চোখে দুঃখ এবং দুর্ভিক্ষের দ্রাবনিক প্রেম।

তবুও বিত্তবানের চিত্তে বেদনা বিলাস; সুখ অন্তরিন
দরিদ্রের চিত্তে আনন্দ বিলাস; সুখ উন্মুক্ত দিগন্তে লীন।

আপাত দৃষ্টিতে ধনীদের প্রতি বিধাতা উদার মনে হলেও
দরিদ্রের প্রতি একেবারেই অনুদার এ কথা ভাবা অর্থহীন।
১০-০১-২০২০