আমার হৃদয়ের আঙিনায় তোমার ঘরবাড়ি
প্রসন্ন চিত্তের অমল উচ্ছ্বাসে করিনি খেয়াল
দিনেদিনে গড়েছো অবহেলার অদৃশ্য দেয়াল
চতুর্দিকে অন্ধকার; অন্যরকম দুঃখ আমার!
০৩-০১-২০২০
(একুশশব্দে কবিতা-২)