বিষণ্ন বদনে জানালার গ্রিল ধরে দাঁড়িয়ে আকাশে-
নিমগ্ন দৃষ্টির দিগঙ্গনা, আমার প্রাণের প্রিয়তমা-
তোমার আজন্ম প্রেমমুগ্ধ এ কবির জন্য চুম্বনের শব্দে
সুখের সাম্পান পাঠাতে না পারো, বুকের পাঁজরে -
আছড়ে পড়া বেয়াড়া কষ্টের তরঙ্গগুলো
পাঠিয়ে দিও কুয়াশার খামে।
কোনো এক জ্যোৎস্না ঝলসিত রাত্তিরে সেরে নেবো
ওতেই আমার শতাব্দীকাল সুখের শুদ্ধ স্নান।
আর মেঘের মতন কালো ঝকঝকে চুলগুলো
মেলে ধরো বাইরে বিচঞ্চল বাতাসে। তার থেকে-
নিয়ে নেবো বহুদিন পর অকস্মাৎ দেখা অতিপ্রিয়
কোনো মানুষের সাথে উচ্ছ্বল আনন্দের মতো কিছু পুষ্পের সুঘ্রাণ।
ক্ষুধার্ত শরীরে দুঃখের ধূসর রঙ ছড়িয়ে আমিও
হয়ে যাবো একটি আকাশ তোমার চোখের চপল দিগন্তে।
অদেখার অনন্ত বেদনা ভুলে যাবো চিরতরে।
চখাচখি হয়ে চোখাচোখি বসে রবো নির্জন নিসর্গের উঠোনে
অতঃপর আমাদের দুঃখগুলো অনন্তকালের জন্য -
করে দেবো বিস্মৃতির অন্ধকারে নিমজ্জিত।
২১-০৯-২০২১