তলে তলে গোড়া কেটে
জল ঢালো আগাতে
জেনে রেখো আমিও-
জানি কামান দাগাতে।

চুপ থাকি এই নয়
আমি কিছু পারি না
নীতিতে যে যতি দেয়
তারে কভু ছাড়ি না।

ক্ষতি সয়, দুর্নীতি-
একেবারে সয় না
সাবধানে গোড়া কেটো
ওগো মন ময়না।
১৮-১১-২০২১