আমাদের স্বপ্নগুলো খুব বড় নয়, তবে
এতে আছে প্রজাপতির ডানার মতো-
ঐশ্বর্যের নিপুন বাহার;
ক্ষুদে হলেও এসব স্বপ্নে আছে হিরকের দ্যুতি,
আছে ধূপ ও ধানের গন্ধ। আমরা স্বার্থান্ধ নই
প্রলোভনের ইঙ্গিতে হিরক কুচির মতো
এসব স্বপ্নকে
হতে দিতে পারি না শকুনের আহার।
০২-১০-২০২২