একটি পতাকা
একটি মানচিত্র
একটি ভাষা
সব মিলিয়ে একটি স্বপ্ন।
এই স্বপ্ন মাছেভাতে তুষ্ট বাঙালির
একটি স্বাধীন বাংলাদেশ।
অথচ এই বাংলাদেশে
আমার সন্তানেরা আজো শিক্ষাঙ্গনে
গুলি খেয়ে মরে।
গুম, খুন, নারী ধর্ষণের খবরে
পত্রিকার পাতা ভরে।
রেললাইনের বস্তিতে নরকের কীট হয়ে
বেড়ে ওঠে শিশু।
ভোট ও ভাতের অধিকার হরণ
কলেজ ছাত্র লিমনের পা হরণের মতো কত সহজ!
গণতন্ত্র, মানবাধিকার শব্দগুলো যেন
থার্ড ব্র্যাকেটে বন্দি।
সীমান্তে ফেলানীর লাশ ঝুলে কাঁটাতারে
যেন এক জীবন্ত পোস্টার।
সারের দাবিতে গুলিখেয়ে কৃষকের পাঁজর ভাঙ্গে
বাসের জানালায় পেট্রোল বোমা শ্রমিককে
পুড়িয়ে ছাই করে।
তাহলে আমি কি এই বাংলাদেশ চেয়েছিলাম
যে বাংলাদেশের জন্য স্বপ্নে বিভোর
প্রাণ বিসর্জন দিয়েছিল আমার পূর্বপুরুষ?