একটি প্রেমের গল্প শুনো
একটু দাঁড়াও তৃণা
হাসছো কেন?
খোদার কসম এক রত্তিও
বাড়িয়ে বলছি না

তোমার জন্য হৃদয় আমার
পোড়ে কেমনতরো
জানতে কি চাও?
আমাজনের দাবানল ঠিক
এমন কিছুই ধরো।

তোমার চোখের আরশিতে রোজ
এই আমাকে পড়ি
হচ্ছো অবাক?
দীর্ঘ দিনের অদর্শনে
ছটফটিয়ে মরি।

লজ্জা ভুলে হৃদয় খুলে
হৃদয় যেদিন ছু্ঁবে
শুনতে পাচ্ছো?
তোমার বুকের সরসিতে
মরবো সেদিন ডুবে।

ওই যে দূরে আকাশ দেখো
ওই যে রোদের হাসি
সত্য কিনা?
ওদের চেয়ে অধিক সত্য
তোমায় ভালোবাসি
৩১-০১-২০২৩