(একুশ শব্দের আবর্তনে স্বরবৃত্তে রচিত)
তুমি ছাড়া আপন কেহ ছিলো না তো আর
ছিলো না তো বাকি কিছু বলার
তবু কেন হওনি সাথী একসঙ্গে পথ চলার?
চোখের কোণায় দেখেছিলাম নদী
হয়নি দেখা আগুন ছিলো বুকে
না জেনে হাত দিয়ে গোপন সুখে
আমাজনের দাবানলে
পুড়ে পুড়ে হতেছি ছারখার!
বিমুগ্ধতায়
দুচোখ জুড়ে আশার আবীর মেখে
ফাগুন মাসের দখিন হাওয়া লেগে
বৃক্ষশাখে পাখির মিথুন দেখে
বসন্ত সুখ মনের মাঝে ওঠেছিলো জেগে।
হাড়ের গুহায় আদিম মানুষ সেজে
হয়নি পূরণ মিথুন খেলার সাধ
পাথর ঘষে হয়নি আগুন জ্বালা
অন্তর্দাহী আগুনজলের স্রোতেই
ভাঙলো আশার বাঁধ!
১৭-০৩-২০২১