ঈশাখাঁনের তলোয়ারে এ কী যুগের মর্চে
দেশি মদের সাথে শাহী কাবাব নারীর গা
আঁধার গলির অলির ঠোঁটে তাজা লহু ঝরছে।


ফেসবুকে প্রেম পরিচয়ে যে মেয়েটি, ছেড়েছে ঘরবাড়ি
ডিজিটালের ইজি বাটন টিপে, বোঝেনি সে পড়েছে কোন ফাঁদে
প্রতিরাতে পর পুরুষের পাশে শুলেই, চুলায় ওঠে হাড়ি।


ক্ষুধার জ্বালায় জাত্যাভিমান ভুলেছে নুজহাত
লাইটপোস্টে হেলান দিয়ে, কেটে যায় তার রাত
কারো চোখের ইশারা পেলে, পেট ভরে পায় ভাত।


দরিদ্রতার চাবুক পড়ে পিঠে, পেটে ক্ষুধার শিস
ফুলি নামের যে মেয়েটি করতো ফেরি ফুল
সে মেয়েটি হজম করে রাতে, কালকেউটের বিষ।
২৬-০১-২০২২