একলা হলেই স্মৃতির পাখিরা
তিরতির করে নেমে আসে মনের উঠানে
জানি না এ কেমন অসুখ
কত কথা বলে যায় কথাহীন তার দুই চোখ
ধাবমান সময়ের ট্রেন - হুইসেল বাজে কানে।
কৃষ্ণপক্ষের অন্ধকারেও
একখানি মুখ ভীষণ উজ্জ্বল - ভীষণ বর্ণিল
অপরূপ এক প্রতিমা নিখাঁদ
দেখে দেখে ধমনীতে দুলে ওঠে শালুকফুল যৌবন
বুকের প্রদেশে রক্তে মাংসে তোলে
আচানক আলোড়ন
এই চোখ, এই মুখ ঢেলে দেয় হৃদয়ে আবার
ঝলমল বিপুল বিষাদ।
তার আর আমার দৃশ্যত ব্যবধান দাম্পত্যের দুর্ভেদ্য দেয়াল
মূলত অদৃৃশ্যে একে অন্যের খুবই সন্নিকটে
অহরহ অগোচরে আত্মার ভেতরে আত্মার মিলন ঘটে
ভুলের বৃত্তে আবদ্ধতার অন্ধকার করি না খেয়াল।
০৯-০৯-২০২২