স্বপ্ন শুধু দু চোখ দেখে না
স্বপ্ন দেখে সবুজ ঘাস
স্বপ্ন দেখে পাখি
গাছের কাচা-পাকা ফল

ফোটার আগে স্বপ্ন দেখে ফুল
জলের উপর শালুক
ভাসতে ভাসতে স্বপ্ন দেখে
খুঁজে পাবে আবার
স্বপ্নরাজ্য

স্বপ্ন শুধু স্বপ্ন দেখে না
স্বপ্ন খুঁজে খুঁজে ফেরে মানুষ
মানুষ শুধুই স্বপ্ন দেখে না
কোন কোন স্বপ্ন মানুষকে খুঁজে বেড়ায়

স্বপ্ন কখনো হারানো বাঘিনীর
প্রাণপণ দৌড়
বিদেশ বিভুঁইয়ে ছেলের শতরানে স্বপ্ন কখনো
বাবার আনন্দাশ্রু

স্বপ্ন কখনও সময় দেখে না
স্বপ্ন দেয় না তাড়া
সব কথা শেষ হলে
স্বপ্ন ঘুমতে পারা

স্বপ্ন মন মানে না
স্বপ্ন করে ছটফট
স্বপ্ন দেখা না গেলে
ঘাড় মাথা করে কট-কট

স্বপ্ন দেখার কথা বলে
একদল খোঁজে পানীয় জল
হারিয়ে যেতে পারে বলে
গুটি বাধে
প্রজাপতির বুকের বল

স্বপ্ন হাম-বড়া ভাব মানে না
মানে না শীতল বুকের ছাতি
স্বপ্ন গ্রাসের কারখানা হল
মানুষ নামক যন্ত্রপাতি

স্বপ্ন শুধু দু চোখ দেখে না
স্বপ্ন দেখে সমগ্র আকাশ
মানুষের মাঝে লুকিয়ে
স্বপ্ন
ধন্যবাদের শ্বাস-প্রশ্বাস