গাছের ডালের বাসা থেকে
বাচচা পাখিগুলো বললো মাকে,"চারিদিকে এত আলো
মা এত আলো
তবে যে রাত হলো?"
মা বললেন," বাছা !
কে বলে তোর রাতের কথা
কে বোঝে তোর মনের ব্যথা
চেয়ে দেখ
ঐ মানুষ গুলো চোখে চোখে
আলোর বাক্স নিয়ে ঘোরে
আর বড় বড় আলোর স্তম্ভ
আমাদের বাসার দ্বারে দ্বারে
বাছা তোদের দুঃখ তোদের
আর আমার
কি আসে যায় অন্য কার?"
"ঘুম আসছে না মা
আমার আসছে না ঘুম
বুঝি না মা,মানুষের
কেন রাত জাগার ধুম?"
বললেন মা,"চুপ করে
চোখ বুজে দেখ
চোখের তলার কেমন আঁধার
ঘুমিয়ে পড়
সূর্য ওঠার আগে
যেন ঘুম ভাঙে
তোমার-আমার...