সবাই ঘুমিয়েছে। আমার ঘুম নেই
কি করব কি করব কি করব
কত কথা আছে,আছে কত কথা
কাকে বলব, বললে কেই বা শুনবে
মুঠোফোনে হাত পৌছে গেল
ধীরে ধীরে যেতে থাকল চোখের আলো
মুঠোফোনে পর্দার ক্রমাগত বিচ্যুরণে
আমার পাশে সবাই ঘুমোচেছ
আমার ঘুম নেই।
মাঝে মাঝেই নিশাচর পাখির ডাক
ঘর ফেরত কিছু বাইক
কিছু টোটো চালক
রাতের গান হয়ে মেশে মানষ পটে
অজস্র কবিতার লাইন তাড়া দেয়
একে অপরের গা ঘেঁষে ঘেঁষে
আমার ঘুম নেই ঘুম নেই
আমি মুঠোফোনে বন্দি...