মা তো মা-ই হন
মানুষ বারবার মাকে খোঁজে
ভালবাসে ভুল বোঝে
সেদিন দেখলাম
মা কুকুর
পরম যত্নে
চোখ না ফোটা বাচ্চাদের
ভেঙে পড়া গাছের তলার ফোকড় থেকে
বারবার বেরিয়ে দেখছে
কোথায় খাবার আছে
কোথায় খাবার আছে
মা তো মা-ই হন
মনে পড়ে
পড়তে পড়তে নটার সময়
মাকে জিজ্ঞেস করতাম
আজ টিফিনে কি
'আজ ডিম ভাজা
আজ গাজরের হালুয়া
আজ ল্যাংচা
ঘরে বানিয়েছি'
আজ দুপুরে কি মা
কাল সকালে কি খাব মা
মা তো মা-ই হন
সবাই বারবার মাকে খোঁজে
ভালবাসে ভুল বোঝে
সেদিন দেখি
দিব্যি দৌড়ে বেড়াচ্ছে
সেদিনের চোখ না ফোটারা
রৌদ্রে দিব্যি দৌড়ে বেড়াচ্ছে
আর আমি ছবি তুলবো বলে কাছে যেতেই
ঠিক ছুটে এসেছে
আমার মতলব টা কি জানতে
মা তো মা-ই হন
সবাই বারবার মাকে খোঁজে
ভালবাসে ভুল বোঝে
দেশ-কাল-জাতি-ধর্ম ভেদে
মা তো মা-ই
কাছে থাকি দূরে যায়
চোখ বুঝে মাকে পাই...