যখন আমি দেখিলাম তারে
যখন আমি দেখিলাম তারে,
দিলাম ছুটি সব ভাবনারে।
আহারে বিহারে মনে পড়ে,
দেখিবারে বারংবারে,
সেকি আকুল আর্তি!
সেকি আকুল আর্তি আমার,
শুধু মনে পড়ে তারে বারবার।
চোখ বুজে খুঁজি প্রতিক্ষণ,
তাকে খুঁজে ফিরি অনবরত মন।
চোখ বুজে খুঁজি বারবার,
শুনি হৃদয়ের গোপন প্রান্তে—
"আমি কে? চাও কি জানতে?"
"আমি সবার মাঝে আপনাকে খুঁজি,
তোমারই মাঝে সত্তা খুঁজি।"
সেকি আকুল আর্তি আমার,
হৃদয়ের মাঝে তাঁকে দেখিবার।
রক্তবর্ণ পদ্মে আসীন,
বরিষ্ঠ অবতার মহাজনীন।
আমি খুঁজে ফিরি বারংবার।