বৈভব ঐশ্বর্য সম্পদ ভালো লাগে না
ভালো লাগে না ঠাট-বাট,জাঁকজমক
মন ছুঁয়ে যায় বিশ্বাস
দাগ কেটে যায় ভালোবাসা
হাতে হাত রেখে
পাশে পাশে থেকে
ভালো লাগে কাছে আসা
ভালোবাসা কি?
ভালোবাসা মানে
পূজা আর প্রার্থনা
ছুটির দিনে
অলিতে-গলিতে
হাটের থলিতে
ভালোবাসা মানে
বেচা আর কেনা
ভালোবাসা মানে
বেসুর বেতাল
নতুন সুর
নতুন তাল

ভালোবাসা মানে
যেন কোন খানে
মানা না মানা
কিছু অচেনা
কিছু অজানা