শহরের নিয়ন আলোর মুখ বন্ধ করে
সন্ধ্যার চাঁদ আমার সুখ দুঃখ প্রকাশ
করার জন্য নির্বাচিত শব্দ খুঁজছিলাম
হঠাৎই
চোখের সব জ্যোতি
কেড়ে নিলেন
দুই নারী
কি যে তাঁদের নাম
কোথায় যে তাঁদের বাড়ি