তুমি আসছো জানি
জানি আমাদের
বেশ ভালোবাসো তুমি
আমিও তৈরি
মিলনোন্মুখ
তোমার ভালোবাসায়
আমি আমাকে ভিজিয়ে নিতে তৈরি...