কিছু-কিছু মুখ হারিয়ে যায় না
বুকের মধ্যে মিশে যায়
কিছু-কিছু ছবি মিলিয়ে যায় না
চোখ বুঝলেই ভেসে ওঠে
আমার সকাল আমার বিকাল
কাজে কাজের দিনকাল
মুহুর্তের মাঝে এক পাগল
সময় আমায় তাড়িয়ে নিয়ে বেড়ায়
আমি খুঁজতেই থাকি মুখ
ভালোবাসার বুকে
কিছু কিছু মুখ শুধুই ভালোবাসার
কথা বলে
কিছু কিছু বুকের শুধুই প্রশান্তি
আমি সময়ের বুক চিরে ভালোবাসার
মুহুর্ত খুঁজে বেড়াই