জানুয়ারি মাসের সকাল
ঠান্ডা-ঠান্ডা,কুয়াশা মোড়া
শ্রীভগবানের নাম নিয়ে
কম্বলের মায়া কাটিয়ে
গা-ঝাড়িয়ে উঠলাম
বেশ কম বাহিরের তাপমাত্রা
সকাল ০৬০৫পূর্ণচন্দ্র পশ্চিমে
আড়মোড়া ভেঙে চঞ্চল চারিদিক প্রাণময়
প্রতিটি নিশ্বাস-প্রশ্বাসে ধন্য :
'হে ঠাকুর ! আবার একটা অনন্য
অসাধারণ দিন দিলেন আমায়'
নতুন ফুলের সন্ধানে
পথের পাশে বাগানে মায়েরা
হাঁটা দিয়েছেন সবজি মাসীরা
ঢালা নিয়ে,ইতি-উতি পায়রা
খুঁটে-খুঁটে খাবার খোঁজে
নিরীহ কুকুর ছানাগুলো
মায়ের অপেক্ষারত-একটা
কাপড়ের টুকরো নিয়ে
সেকি টানাটানি,সেকি দৌড়
ভোরের পাখিদের খাবার খোঁজ তখনও চলছেই
কাঠবিড়ালি আর হনুমানের দল
রোদ পোহাবে বলে সূর্যের
অপেক্ষা করছে ।সূর্যের
অপেক্ষা করছি আমরা সবাই
পুণ্যগঙ্গা স্নানের ছবি আসছে,
আসছে স্বামী কল্যাণেশ্বরানন্দজীর কন্ঠ
চারিদিকের কর্মকাণ্ডে আমাকে থাকার
সুযোগ দিয়েছেন আপনি। হে ঠাকুর!
প্রতিটি নিশ্বাস-প্রশ্বাসে ধন্য :
'হে ঠাকুর আবার একটা অনন্য
অসাধারণ দিন দিলেন আমায়'