হে বীর!
তোমার চরণে
কাটাতে পারি
যেন থাকি
লক্ষ্যে স্থির
হে বীর!
তোমার মন্ত্রে দীক্ষিত প্রাণ
তোমার কর্ম ধ্যান-জ্ঞান
যেন কাটাতে পারি
সারাজীবন
হে বীর!
দুঃখে-সুখে
বিপদে-আপদে
তোমার আশ্রয়ে
থাকি নিরাপদে
হে বীর!
তোমার স্বপ্ন
সফল করে
লক্ষ ভারতবাসী
আপামর সব
তরুণ যুবক
যেন তোমার
শরণে আসি
হে বীর!
মানবতা ও ধর্মের
যে অদ্ভুত
মেলবন্ধন
তুমিই দিলে
জীবের মধ্যে
শিবের সন্ধান
হে বীর!
দুষ্টু-মিষ্টি বিলে
আর সকলের
প্রিয় নরেন
আমরা জানি
সারা জগতে
তিনিই শিক্ষে দেবেন
তোমার জন্ম-কর্ম
এই স্বপ্ন
ভারতভূমি
পবিত্র তোমার
স্পর্শ যেখানে
জন্ম জন্ম নমি...