আমার চিত্ত শুদ্ধ কর, হে প্রভু,  
খুলে দাও তোমার জ্ঞানের দ্বার।  
তোমার মন্দিরে নমি তোমায়,  
প্রার্থনা করি বারংবার।  

তোমারই ভাবনা সতত যেন  
মোর মানসপটে ওঠে ভেসে।  
সুখে বিপদে স্মরি তোমায়,  
সদা যেন থাকি হেসে হেসে।  

যখনই সুযোগ হবে, গো ঠাকুর,  
বলে তোমার কথা।  
আনন্দ যেন দিতে পারি যাদের  
মনেতে শুধুই ব্যথা।  

আমার চিত্ত শুদ্ধ কর, হে প্রভু,  
খুলে দাও তোমার জ্ঞানের দ্বার।  
তোমার ভাবনায়, তোমার চিন্তায়  
ঘুরে ফিরি যেন বারংবার।  

তোমারই সেবার আনন্দে যেন  
সদা থাকি হেসে হেসে।  
জগত সংসারে সকলকে শুধুই  
যেতে পারি ভালোবেসে।