আমি বলি : যত দেখি তোমায়
নেশায় চুড় হয়ে যাই
আর মিশে একাকার তোমার শরীরে
আমার মন বার বার যাই ফিরে ফিরে
আমি ভাবি আমার মনে
কত শত খেলা চলে গোপনে
কত কথা বলে চলে শরীর
আর হাতের কোমল ছোঁয়ায়
কত অজানা আপন হয়ে যায়