আমি বসে আছি
মাঠে
শীতের হালকা দুপুরে
রোদ এসে পড়ে
রোদ এসে পড়ে
মাঠে
রোদ নেয় বলে
শীতের সকালে আঁকুপাঁকু করে
রুম হিটারে
বসে থাকবে বলে হাঁসফাঁস করে
আমি ভাবি
আমি ভাবি ভালোবাসা
স্বপ্ন সাথী রোদ হয়ে আসা
আমি ভাবি ঠাই হয়ে
আমাদের কঁ।দা আমাদের হাঁসা
আমি ভাবি ভালোবাসা হয়ে ফোটে যে যে ফুল
রক্তাক্ত রাস্তার অজানা ভুল
মাঠে রোদ হয়ে আসে
আমি ভাবি ভালোবাসা
রোদ হয়ে আসে
মিঠে রোদ হয়ে আসে
আমি ভাবি ভালোবাসা
অপেক্ষা হয়ে আসে
নদীর জলে আসে
সূর্যের আলোতে আসে
সারা পৃথিবীর সব সীমান্তের বাধা পেরিয়ে
শান্তি হয়ে আসে
রক্তাক্ত যুদ্ধের প্রতিদিনের ব্রেকিং নিউজ
আমি অপেক্ষা করি
আমি মাঠে গিয়ে বসি
আমি ভাবি
অপেক্ষা করি...