রাত বেশি হয়নি রাস্তা শুনসান
তাপমাত্রার পারদ নিম্নগামী ।
কে আর চায় নিজেকে
খোলা জায়গায় অনাবৃত?
রাস্তা রাস্তার মত
খালি রাস্তার উপর কোন অভাব
বা ভর্তি রাস্তার উপর অভিমান
আমার কোনটিই নেই
রাত বেশি হয়নি রাস্তা শুনসান
তাপমাত্রার পারদ নিম্নগামী
আমার বুক কাঁপছে না
আমি আমার নিজের কাছেই
পরিষ্কার হয়ে যাচ্ছি
আমাকে চলতে হবে
আমার এক বুক সাহস
আমাকে চলতেই হবে
রাত নিঝুম হোক
তাপমাত্রা শূন্যে নামুক
আমাকে চলতে হবে
চলতেই হবে...