তোমার সুখের সময় বুঝি
ক্রমশ ফুরিয়ে আসছে?
তাই কি নিত্য সুখের আশায়
ছুটে বেড়াও দিক-বিদিক?
তুমি-
ছুটে যাও দিগন্তের কাছে?
ঐ দিগন্ত লাল হয়ে আছে
আমার দুচোখের ঝরে পরা রক্তে।
ঐ দিগন্তের কাছে তোমার
কোন কিছুই পাওয়ার নেই।
তুমি-
ছুটে যাও আকাশের কাছে?
ঐ আকাশ নীল হয়ে আছে
আমার অসীম কষ্ট বুকে নিয়ে।
ঐ আকাশের বুকে তোমার
কোন বসতি নেই।
তুমি-
ছুটে যাও বাতাসের কাছে?
ঐ বাতাশ দিবানিশি বয়ে চলে
আমার বুকের দীর্ঘশ্বাস নিয়ে।
ঐ বাতাসের কাছে তোমার
কোন শীতলতা নেই।
তুমি-
ছুটে যাও নদীর কাছে?
ঐ নদী বক্ষে ধারণ করেছে
আমার দুচোখের অশ্রজল।
ঐ নদীর বক্ষে তোমার
কোন স্নিগ্ধতা নেই।
তুমি-
ছুটে যাও পাহাড়ের কাছে?
ঐ পাহাড় স্তব্ধ দাঁড়িয়ে আছে
আমার সহস্র দুঃখকে ধারণ করে।
ঐ পাহাড়ের কাছে তোমার
কোন মুগ্ধতা নেই।
যে সুখের আশায় তোমার
এই অবিরাম ছুটে চলা,
সেই সুখ তোমার থেকে
চলে গেছে সহস্র যোজন দুরে
তোমারই মিথ্যে অহমিকায়।