পুরনো সেই চাদরটাকে
স্বযতনে গায়ে জড়াই
আঁছড়ে পরি স্বপ্নলোকে
তোমার স্মৃতি হাতড়ে বেড়াই।
কফি রঙের চাদর খানা
ছিল আমার, তোমার জানা
সেই চাদরেই স্মৃতি মাখা
তোমার হাতেই গল্প লেখা।
এখন তোমার খ্যাতির পাহাড়
অধর জুড়ে রঙের বাহার
চোখের তারায় নতুন স্বপন
হাতের মুঠোয় বিশ্বভূবণ।
আজকে অনেক পসার তোমার
হয়তো আমায় চিনবেনা আর
চাদরটাকে যদি চেনো
ওটাই আমি, সত্যি জেনো।
সেই আশাতেই চাদরটাকে
স্বযতনে গায়ে জড়াই
তোমার সুখেই স্বপ্ন বেঁচি
তোমার নামের কষ্ট কুড়াই।